নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের উপর ইসরায়েল ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ খেলাফত মজলিস নেত্রকোনার কেন্দুয়া উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
রবিবার (২৩ মার্চ) দুপুরে এই বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। মিছিলটি উপজেলার সাউদপাড়া এলাকা থেকে শুরু হয় এবং বাসস্ট্যান্ড হয়ে সাজিউড়া মোড় ঘুরে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে বিক্ষোভকারীরা। খেলাফত মজলিসের কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি শফিকুর রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তব্য রাখেন আবু রায়হানসহ উপজেলা ও পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
বাংলাদেশ খেলাফত মজলিস বিভিন্ন সময় দেশের রাজনৈতিক ও সামাজিক বিষয়ে তাদের অবস্থান তুলে ধরতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে আসছে।