হলি সিয়াম শ্রাবণ, নিজস্ব প্রতিবেদক: বাবার চিকিৎসা করাতে গিয়ে অপচিকিৎসার অভিযোগ করায় শম্ভুগঞ্জ প্রেসক্লাবে ঢুকে সাংবাদিক মঞ্জুরুল ইসলামের উপর হামলা ও দৈনিক যুগান্তরের পটিয়া প্রতিনিধি আবেদুজ্জামান আমিরকে গ্রেফতারের প্রতিবাদে ও সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন, মামলা-হয়রানির প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (২২ মার্চ/২০২৫) পৌর শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
সাংবাদিক সুরক্ষা আইনসহ সংস্কার কমিশনের প্রস্তাবকে অভিনন্দন জানান। সাংবাদিক সমাবেশে, সংস্কার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতারকৃত সকল সাংবাদিকদের অবিলম্বে মুক্তি ও হামলা-নির্যাতনে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এছাড়াও কুমিল্লা হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরোপ্রধান রফিকুল ইসলাম ও ক্যামেরা পারসন জিহাদুল ইসলাম এবং চ্যানেল টোয়েন্টিফোরের কুমিল্লায় কর্মরত স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান ও ক্যামেরা পারসন বেলায়েত হোসেন, দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আব্দুল গাফফার হামলার প্রতিবাদ, রাজবাড়ীর পাংশায় দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. শামীম হোসেন, জাগো নিউজ ও খবরের কাগজের নোয়াখালী প্রতিনিধি ইকবাল হোসেন মজনুর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানান।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএমএসএফ’র উপজেলা শাখার সহ-সভাপতি মো. রইছ উদ্দিন। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক হলি সিয়াম শ্রাবণ। বক্তব্য রাখেন গৌরীপুর প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি আলী হায়দার রবিন, মো. হুমায়ুন কবীর, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) সহসভাপতি আব্দুল কাদির, সেলিম আল রাজ (প্রাবন্ধিক), যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুরহান, সহসাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, অর্থ সম্পাদক শামীম আলভী, কার্য্যনির্বাহী সদস্য শ্যামল ঘোষ, মাহফুজুর রহমান, মাহফুজুর রহমান মনি, শামীম আনোয়ার প্রমুখ।
সাংবাদিক নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিকরা বারবার টার্গেটে পরিণত হচ্ছে। প্রতিদিনেই দেশের কোথাও না কোথাও সাংবাদিক নির্যাতন, হামলা-মামলা হয়রানির শিকার হচ্ছেন। সাংবাদিকদের অধিকার আদায় ও সুরক্ষার জন্য আইন প্রণয়নসহ ১৪দফা অবিলম্বে বাস্তবায়ন করুন। সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিষ্পত্তি করতে ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ট্রাইব্যুনাল’ গঠন করে বিচারকার্য সম্পন্ন করুন। প্রতিবাদ সমাবেশের শুরুতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ সাংবাদিক হাসান মেহেদী, শাকিল হোসাইন, আবু তাহের মো. তুরাব, জামির হাসান প্রিয়ো, প্রদীপ কুমার ভৌমিক ও নিহত সাংবাদিক গোলাম মোস্তফা সারোয়ার সাগর ও তার স্ত্রী মেহেরুন রুনিসহ গণতন্ত্র মুক্তির আন্দোলনে ও সাংবাদিকতা করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করা হয়। সভার শুরুতেই ৭১’র মহান মুক্তিযুদ্ধে ও ২৪’র জুলাই বিপ্লবে শহিদ সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
এছাড়াও প্রতিবাদ সমাবেশে ময়মনসিংহের স্বপন ভদ্র, সিলেটের এটিএম তুরাব, দীপ্তটিভির কর্মকর্তা তানজিন জাহান ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার আশিকুল ইসলাম আশিক, সিরাজগঞ্জের আবদুল হাকিম শিমুল, রংপুরের মশিউর রহমান উৎস, শাহজাদা মিয়া আজাদ, পাবনার সুবর্ণা নদী, জামালপুরের ইহসান ইবনে রেজা ফাগুন, নোয়াখালীর বুরহান উদ্দিন মুজাক্কিরসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবী জানানো হয়।
টিএমবি/এইচ