মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ এখনও ঘোষণা হয়নি। আগামী ডিসেম্বরে নির্বাচনের ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেটাকে ধরে নিয়েই প্রতিদিনই ইফতার মাহফিল ও উঠান বৈঠকের মাধ্যমে জনসংযোগ করছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শহীদুজ্জামান কাকনের সর্মথনে পথসভা,গনসংযোগ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২১ মার্চ) সন্ধায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া স্বর্নিভর সংলগ্ন স্থানে জালালপুর ইউনিয়ন শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মুজিবুর রহমানের আয়োজনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে কটিয়াদি উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদুজ্জামান কাকন।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল ইসলাম সেলিম, কটিয়াদী উপজেলার বিএনপি’র মোঃ বাচ্চু মিয়া, কটিয়াদী পৌর বিএনপির মীর মোঃ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও কটিয়াদী প্রেস ক্লাবের সদস্য সচিব মাইনুল হক মেনু, সহস্রাম ধুলদিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার শাহ, কটিয়াদি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আবুল কাশেম, মোঃ রিপন জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম জনি, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম শরীফ, জালালপুর ইউনিয়ন তাঁতী দলের সভাপতি আশরাফুল আলম রতন, সাধারন সম্পাদক মতিউর রহমান মেম্বার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ বাদল মিয়া, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান বকুলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তার এই ইফতার পরবর্তী পথসভা ও গণসংযোগে অংশ নেন। শহীদুজ্জামান কাকন তার বক্তব্যে বলেন, আমি কটিয়াদীরের মাটিতেই আমার জন্ম, আমি খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। দেশ নায়ক তারেক রহমান যদি আমাকে ধানের শীষে মনোনয়ন দেন, তাহলে এই অঞ্চলকে একটি পর্যটন এলাকায় রূপান্তরিত করব। শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করব।
এই দেশে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতেই উন্নয়ন সম্ভব। তাই আগামী নির্বাচনে আবারও বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। এসময় ইফতারের আগ মুহূর্তে বিএনপি’র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও বিএনপি চেয়ারপারসন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুসহ দেশবাসীর মঙ্গল কামনা করে দোয়া করা হয়।