দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুরে এক রাতে একটি রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় চুরির ঘটনা ঘটে।
এই ট্রান্সফরমারগুলো চুরি হওয়ার ফলে বিপাকে পড়েছেন রাইস মিল ব্যবসায়ী নাইম আহমেদ। নাইম আহমেদ জানান, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান রাইচ মিল বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর আজ শুক্রবার সকাল ৬ টার দিকে খবর পেয়ে এসে দেখেন ট্রান্সফরমার চুরি হয়ে গেছে।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্র জানায়, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। চলতি মাসের ১৫ মার্চ উপজেলার কালিকাপুর এলাকা থেকে একটি ট্রান্সফরমার চুরি হয়। এরপর ১৯ মার্চ শ্রীপুর এলাকা থেকে আরেকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এদিকে গতকাল বৃহস্পতিবারও জাগিরপাড়া এলাকা থেকে তিনটি ট্রান্সফরমার চুরি হয়। এ নিয়ে গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের মার্চ মাসের আজ শুক্রবার পর্যন্ত এই ১৫ মাসে উপজেলায় ৪১টি ট্রান্সফরমার চুরি হয়েছে।এ ব্যাপারে পল্লী বিদ্যুতের দুর্গাপুর জোনাল অফিসের ডিজিএম হাফিজুর রহমান বলেন, এ নিয়ে আমাদের পক্ষ থেকে মামলা দায়েরের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।