স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
মার্কিনী মদদে গাজায় ইসরায়েল কর্তৃক গণহত্যার প্রতিবাদে এবং সারাদেশে নারী ও শিশু ধর্ষণ হত্যার বিচার, পরিকল্পিত মব সন্ত্রাস বন্ধ, দ্রব্য মূল্যের উর্ধগতি রোধ ও রেশনিং চালু, ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা ঈদ বোনাস পরিশোধ এবং দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার (২০ শে মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটি শহরে এক গণ মিছিল করে। মিছিলটি পার্টি জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান ।সমাবেশে তিনি বলেন, আমেরিকা তাদের মুখোশ খুলে ফেলেছে।
একটা তৃতীয় শ্রেণির দুর্বৃত্ত তাদের রাষ্ট্রপতি। কোন রাখঢাক না করে ফিলিস্তিনের গাজায় আক্রমণ করেছে। এটা কোন ধর্মযুদ্ধ নয়। সাম্রাজ্যবাদ নগ্নভাবে আরব ভূখন্ড দখলে নেমেছে। খোদ ইসরায়েল ও আমেরিকাসহ পৃথিবীর সর্বত্র প্রতিবাদ হচ্ছে। প্রতিবাদে ইহুদিরাও সামিল হচ্ছেন ।
ইতিহাস বলে লায়লা খালেদ যখন প্রতিবাদী তখন জর্জ হাবাস জীবন বাজি রেখে যুদ্ধে নেমেছিলেন। আরব বাদশা ও শেখরা এখনও আমেরিকার পা চাটছেন। এই তালিকায় সৌদি আরব,জর্ডান, কাতার মিসর ও তুরস্কের শাসকরও। এ যুদ্ধ সাম্রাজ্যবাদ বিরোধী যুদ্ধ। এখানে আমেরিকার বিরুদ্ধে লড়াইের সাথের আমেরিকার দালালদের বিরুদ্ধে লড়াই একসূত্রে গাঁথা।
তিনি আরও বলেন, আমাদের মতো দেশে সাম্রাজ্যেবাদের দালাল বিরোধী লড়াইও এর সাথে যুক্ত করতে হবে। এখানে শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা সবাই এক কাতারে আসতে হবে। সারা দুনিয়ার শ্রমিকশ্রেণিকে এক কাতারে আসতে হবে।