আলহামদুলিল্লাহ, আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০১৯ ব্যাচ এর প্রাক্তন শিক্ষার্থীরা ইফতার মাহফিল সম্পূর্ণ করেছেন। যা আমাদের সবচেয়ে বড় পূর্ণমিলন হয়েছে। ইফতার মাহফিল আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়। এবং সেই সাথে আই ই টি সরকারি উচ্চ বিদ্যালয় ১০০ বছর পূর্তি অনুষ্ঠানে সফল করার লক্ষ্য আমাদের আজকের এই মিলন মেলা। ইফতার মাহফিল সম্পূর্ণ করার জন্য ইফতার কমিটিকে আন্তরিক ভাবে শুকরিয়া জানাচ্ছি।
এবং সেই সাথে আই ই টি স্কুলের শতবর্ষ উদযাপন সফল করার জন্য সকল প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্য একান্ত কাম্য। শতবর্ষ উদযাপন কমিটি অনুষ্ঠান সফল করার লক্ষ্য প্রাক্তন সকল ব্যাচ এর শিক্ষার্থীরা কাজ শুরু করে দিয়েছেন। এবং এসএসসি ২০১৯ ব্যাচ এসময় বন্ধুদের মধ্যে পারস্পারিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রে উৎসাহিত করা ও হারিয়ে ফেলা বন্ধুদের একত্রিত করার লক্ষ্য কাজ করে যাচ্ছে।
আই.ই.টি এসএসসি ২০১৯ ব্যাচ একটি পরিবারে পরিনত করার মাধ্যমে বন্ধুত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করতে হবে। জাতি, ধর্ম, বর্ণের উর্ধ্বে উঠে বন্ধুদের বিপদ-আপদে নি:স্বার্থভাবে পাশে দাঁড়াতে হবে। একটি আয়োজন সফল হয় তখনই যখন আমাদের সেই চিরচেনা বন্ধুদের পুরনো মুখগুলো দেখতে পাই। তাই এবারও বলবো সফলভাবেই শেষ করতে পেরেছি আমাদের এ আয়োজন। সময়ের সাথে সাথে আজ সবাই ব্যস্ত। সবার সাথে সবার আজ দেখা হয় না। তাই সবাইকে মিলিত করার জন্য প্রতিবছর আমাদের এ আয়োজন থাকে। ইনশাআল্লাহ সামনের দিকেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে।