রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল গড় ইউনিয়নের মনিপুর খাসপাড়া এলাকায় ২০ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ইউনুছ আলী (৬০), নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানা পুলিশ। গ্রেপ্তার কৃত ইউনুছ আলী কুড়িগ্রাম জেলার উলিপুর থানার তনুরাম গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে। সে মনিপুর খাসপাড়া হযরত এর বাড়ীর ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুর মা একটি স্থানীয় কারখানায় চাকরি করেন এবং তার বাবা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে খেলাধুলা শেষে শিশুটির ভাড়া বাসায় ঘরে প্রবেশ করে। শিশুটির মা এবং তার বাবা কর্মস্থলে থাকায় বাসা খালি পেয়ে ইউনুছ আলী ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। পরে শিশুটি মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির কান্নাকাটি শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাতে উদ্ধার করে।
খবর পেয়ে শিশুটির মা তার কর্মস্থল থেকে বাড়িতে এসে ঘটনা জানতে পারে। পরে এই ঘটনায় শিশু মা বাদী হয়ে জয়দেবপুর থানা একটি অভিযোগ দায়ের করেন। জয়দেব থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, শিশু ধর্ষণের ঘটনায় ইউনুছ আলী নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবং ভিকটিম শিশুটি থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।