তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
পবিত্র মাহে রামাদ্বান উপলক্ষে যুক্তরাজ্য ভিত্তিক সামাজিক সংগঠন হৃদয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্যোগে উপজেলার, গরিব ও অসহায় পরিবারের মধ্যে বৃহস্পতিবার (২০শে মার্চ) শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ মিলনায়তন কেন্দ্রে এক বিশাল রামাদ্বান খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির অন্যতম সমন্বয়ক ফয়ছল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হৃদয়ে শ্রীমঙ্গলের সভাপতি আব্দুর রকিব রাজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মোনাজাত পরিচালনা করেন শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা হাফেজ মোঃ আব্দুল কুদ্দুস নিজামী। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে যুক্তরাজ্যস্থ নির্বাহী কমিটির পক্ষে সংশ্লিষ্ট সকলকে কৃতজ্ঞতা জানিয়ে এবং সংগঠনের বিভিন্ন সমাজকল্যাণ মূলক কর্মকান্ড তুলে ধরেন হৃদয়ে শ্রীমঙ্গলের প্রধান নির্বাহী এম এ হক কায়েস।
পবিত্র কালাম থেকে তেলাওয়াত করেন আব্দুল রব রুবেল এবং স্বাগত বক্তব্য রাখেন কর্মসূচির অন্যতম সমন্বয়ক মোঃ মোবারক হোসেন, বক্তব্য রেখে বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন কর্মসূচির সমন্নয়ক উপদেষ্টা মুসাব্বির আলী মুন্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সদস্য যুক্তরাজ্য প্রবাসী সাবেক জালাল উদ্দিন জিপু, রমজান খাদ্য বিতরন কর্মসুচীর সমন্নয়ক উপদেষ্টা একরামুল কবীর, মছদ্দর আলী, প্রতাপ গোয়ালা ও কাজী কামরুল ইসলাম বাবুল ও সমন্নয়ক রুবেল আহমেদ।
সঞ্চালনা করেন প্রজেক্ট সমন্বয়ক আব্দুর রহমান খান পাশার ও এ মজিদ। বক্তব্যে বক্তরা বলেন, সকলে কমবেশি অবগত রয়েছেন যে হৃদয়ে শ্রীমঙ্গল বিগত সাত থেকে আট বছর ধরে উপজেলা ব্যাপি নানাবিধ সমাজকল্যাণ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে রোগগ্রস্তদের চিকিৎসা খরচ, বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার ও আইটি প্রশিক্ষণ কোর্স, রিকশা ও সেলাই মেশিন ইত্যাদি বিতরণ, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান এবং প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য দুর্ভোগের সময় খাদ্য সামগ্রী উপহার সহ নানাবিধ সহায়তা প্রদান ইত্যাদি করে থাকেন। দারিদ্র্যের কষাঘাতে পবিত্র এই রামাদান মাসে সারাদিনের রোজা শেষে রাতেও অভুক্ত হয়ে থাকতে হচ্ছে অগণিত পরিবারকে।
মানবতার চরম এই দুঃসময়ে হৃদয়ে শ্রীমঙ্গল অতীতের মতো এবছরও শ্রীমঙ্গল উপজেলার ১২৫০ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। বক্তারা বলেন হৃদয়ে শ্রীমঙ্গলের এই মহৎ কর্মসূচি অনুসরণ করে অন্যান্য সংগঠন এবং বিত্তশালীদেরকেও মানবতার এই দুঃসময়ে এগিয়ে আসা উচিত। আর্তমানবতার সেবায় অনুষ্ঠিতব্য উক্ত কর্মসূচীতে হৃদয়ে শ্রীমঙ্গলের পক্ষ থেকে ১২৫০ পরিবারের মধ্যে রামাদ্বান খাদ্য সামগ্রী দেয়া হয়। খাদ্য সামগ্রীর প্রতিটি ব্যাগের মধ্যে রয়েছে একটি পরিবারের পবিত্র রমজানের বাকি দিনগুলো জন্য পর্যাপ্ত পরিমাণ খাদ্য সামগ্রী। এর মধ্যে রয়েছে চাল, আলু, পিয়াজ, তেল, লবন, চানা ডাল ইত্যাদি।
অনুষ্ঠানকে অক্লান্ত পরিশ্রম ও সার্বিক সহযোগিতার মাধ্যমে সাফল্যমন্ডিত করে তোলার জন্য হৃদয়ে শ্রীমঙ্গলের ইউকে কার্যনির্বাহী কমিটির সকল সদস্য, উপদেষ্টা ও সদস্যবৃন্দ এবং বাংলাদেশের সমন্বয়ক এবং সদস্যবৃন্দ, হৃদয়ে শ্রীমঙ্গলের দেশ বিদেশের সকল সদস্য এবং শুভাকাঙ্খীবৃন্দ এবং আর্থিক অনুদান প্রদানকারি এবং খাদ্য সামগ্রী গ্রহিতাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।