মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ ১৬ মার্চ ২০২৫
জয়পুরহাটের পাঁচবিবিতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শহরের
কিচেন মার্কেট , পৌর সুপার মার্কেটের কাপড় , মুদিখানা মনিটরিং ও ফুটপাথে স্হাপিত মালামাল রাখা ব্য্যসায়িদেরকে সর্তক করেন । মনিটরিং কালে তিনি ৫ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
২১ মার্চ বৃহস্পতিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের কিচেন মার্কেটের তরকারী বাজার, পৌর সুপার মার্কেটের কাপড় ও মুদি দোকান মনিটরিং করা হয়।
এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’-এর বিভিন্ন ধারায় অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৩টি তরকারীর দোকান ও একটি চালের দোকানে জরিমানা করা হয়।
বাজার মনিটরিংএ নেতৃত্ব দেন ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার এসআই রইচ উদ্দিন, পাঁচবিবি বণিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বাপ্পী, সাবেক সভাপতি ভরত প্রসাদ গোয়ালা প্রমুখ।
বাজার মনিটরিংকালে পণ্যের বাজার মূল্য, ব্যবসায়িক লাইসেন্স, বিক্রয় মূল্য তালিকা, ক্রয় রসিদ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দেন। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।