মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় এতিমদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিশ্ববিদ্যালয়স্থ নাসিরউদ্দিন বোগদাদি এতিমখানায় শাখা ছাত্রদলের এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, ভাসানী সংগ্রাম পরিষদ ও অন্যান্য ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ।এছাড়া আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সদস্য সচিব এম.এ. বাতেন ও আহ্বায়ক মাসুদ রানা। এ বিষয়ে সিনিয়র ছাত্রদল নেতা ফোরকান হোসেন বলেন, রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আমরা এখান থেকে দোয়া করছি, আল্লাহ যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিপূর্ণ সুস্থতা দান করেন।
তিনি আরও বলেন, ‘আমাদের ক্যাম্পাসটি ছোট, তাই এর সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা এবং সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। প্রয়োজন হলে সব দল ও মতের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার আহ্বান জানাচ্ছি।’ ছাত্রদল নেতা সালাউদ্দিন বলেন, ‘আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সব সময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
তারই প্রেক্ষিতে ছাত্রদলের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয় ।এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী উপস্থিতির মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির বিরুদ্ধে একসাথে কাজ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সব সময় শিক্ষার্থীবান্ধব ও শিক্ষার্থী কল্যাণে সবসময় নিয়োজিত থাকবে ইনশাআল্লাহ।’ ছাত্রদল নেতা সাইদুল ইসলাম বলেন, ‘আমাদের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার সুস্থতা কামনায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আজকের এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিশেষভাবে, এই আয়োজনটি এতিম শিশুদের সঙ্গে সম্পন্ন করা হয়েছে, যা আমাদের মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।’তিনি আরো বলেন, এটি কেবল ছাত্রদলের একক আয়োজন নয় বরং ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠনকে সম্পৃক্ত করে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন করা হয়েছে। সর্বোপরি, সবার সম্মিলিত প্রচেষ্টায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি, যা আমাদের জন্য আনন্দের এবং গর্বের বিষয়।