উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে বুধবার (১৯ মার্চ) প্রেসক্লাব মিলনায়তনে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরশাদুল আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ইকবাল হোসাইন এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান।
এছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক আতাউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাবেক সভাপতি ফেরদৌস কুরাইশী টিটু, কোষাধ্যক্ষ রুহুল আমীন রিপন।
ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, পৌর বিএনপির সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক মো. হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, এবং আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সারোয়ার জাহান সহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশিদ হারুন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অংশ নেন, যার মধ্যে ছিলেন—এখন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও ময়মনসিংহ ব্যুরো প্রধান হারুন অর রশীদ, ডিবিসি টেলিভিশনের ময়মনসিংহ ব্যুরো প্রধান রকিবুল হাসান রুবেল, প্রথম আলো পত্রিকার ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া গাফুরিয়া ইসলামপুর মাদ্রাসার মুহতামিম মুফতি মাহমুদুল হক আযীযী। এ আয়োজনের মাধ্যমে ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সদস্যরা একত্রিত হয়ে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর পাশাপাশি, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন।