কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস পালনের লক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর এর সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন,কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খাঁন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ,মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর আলম ভুঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুননাহার পারভীন, উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শামসুন্নাহার,মুক্তিযোদ্ধা মো.নজরুল ইসলাম, প্রেসক্লাব আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দ। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহন করা হয়।