নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী ৪৮ হাজার ৯৩৫ জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে ক্যাপসুল খাওয়ানো হয়েছে। শনিবার (১৫ মার্চ) উপজেলায় এই ক্যাম্পেইন পরিচালিত হয়, যেখানে মোট ৪৯ হাজার ৪৩০ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। ক্যাম্পেইনের আওতায় উপজেলাজুড়ে ১৩টি ইউনিয়ন ও কেন্দুয়া পৌরসভার বিভিন্ন এলাকায় শিশুদের ভিটামিন-এ ক্যাপসুল সরবরাহ করা হয়।
কেন্দুয়া উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক জানিয়েছেন, কান্দিউড়া ইউনিয়ন ও মাসকা ইউনিয়নের মাধ্যমে মোট ১৫টি স্থায়ী ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) কেন্দ্রে এই ক্যাম্পেইন সফলভাবে পরিচালিত হয়েছে। প্রত্যেক কেন্দ্রেই শিশুদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
এদিকে, যেসব শিশু কোনো কারণে এই ক্যাম্পেইনে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল গ্রহণ করতে পারেনি, তাদেরকে পরবর্তীতে ইপিআই কেন্দ্রে টিকা দেওয়ার সময় ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের অপুষ্টি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। সরকার প্রতিবারের মতো এ বছরও সারাদেশে এই কর্মসূচি গ্রহণ করেছে, যাতে দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। কেন্দুয়ায় ক্যাম্পেইনের সফল সমাপ্তি নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য বিভাগের কার্যক্রম প্রশংসনীয় ছিল।