দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃ মহিবুল ইসলাম, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় আজ ১৬ মার্চ (রবিবার) সকাল ১০ টায় “পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে” পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় বিষয়ে সংবাদ সম্মেলন করেন পাথরঘাটা পৌরসভার ৬ নং ওয়ার্ড বড়ইতলার বাসিন্দা মোসা: নিলুফা ইয়াসমিন (৩৫) তার বাবার নাম মতিউর রহমান।

নিলুফা ইয়াসমিনের স্বাক্ষরিত লিখিত অভিযোগে নিলুফা বলেন গত ১৪ই মার্চ দিবাগত রাতে চলমান রমজান মাসের ১৩ই রমজান সেহরীর শেষে হঠাৎ আমার মা মোসাঃ রোকেয়া বেগম ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পরে। তৎক্ষনাৎ আমি তাকে পাথরঘাটা হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে যাওয়ার পর প্রাথমিক পর্যায়ে ওখানে কাউকে পাওয়া যায়নি প্রায় ২ ঘন্টা পরে একজন পরিচ্ছন্ন কর্মীর দেখা পাই। তার অনেক সময় পর ডাক্তার আসেন অতঃপর অষুধ লিখে দেন। ডাক্তারের দেয়া প্রেসক্রিপশন অনুযায়ী কর্তব্যরত নার্স একটি স্যালাইন দেয়। কিন্তু দূর্ভাগ্য যে হাসপাতালে স্যালাইন দেয়ার জন্য কেনুলা বা টেপ কোন কিছু অবশিষ্ট নেই।

তখন আমি হাসপাতাল থেকে বের হয়ে বাজারের বিভিন্ন অলিতে গলিতে খুজে কোন ফার্মেসী খোলা না পেয়ে হতাশ হয়ে ফিরে আসি। এবং সব শেষ চিকিৎসানা পেয়ে আমার মাকে নিয়ে বাড়িতে ফিরে আসি। এবং স্থানীয় ফার্মাসিস্ট দ্বারা নিরুপায় হয়ে বাসায় চিকিৎসা নিতে হয়েছে। বর্তমানে আমার মায়ের অবস্থা আশংকাজনক। আমি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমন অনিহা আর অব্যবস্থাপনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাথে সাথে কি কারনে আমি আমার কাঙ্খিত সেবা পেলাম না কর্তৃপক্ষের কাছে তার জবাব চাই।

এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহাবুব হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এমন ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সে লোকবল কম হওয়ার ব্যাপারটিও দায়ী করেন তিনি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version