রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি )
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় ১৬ মার্চ (রবিবার) রাত ১২ টা ১৫ মিনিটে আলমগীর (২৭) নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। গ্রেফতার কৃত ছিনতাই কারীর বাসা ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বালিয়া গ্রামে।
সালনা হাইওয়ে থানার ওসি ছালেহ আহমেদ জানান, দুই জন মহিলা পপি আক্তার (২০) ও সপ্না আক্তার (২২) অটোরিকশা দিয়ে মাওনা থেকে শপিং শেষে নিজ বাড়ি ভবানীপুর আসার পথে মুক্তিযোদ্ধা কলেজ এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকা লেনে দুই জন ছিনতাইকারী ছুরি সহ আটোচালকে গতিরোধ করে। অটোচালক ঘটনাটা বুঝতে পেরে কৌশলে জোরে অটো টান মেরে নিকটস্থ ভবানীপুর মোড়ে আসে।
ভবানীপুর মোড়ে এসে হাইওয়ে পুলিশকে ( সালনা হাইওয়ে থানা মোবাইল-৭ এস আই হুমায়ূন মিয়া) কে ঘটনাটা খুলে বলেন। তিনি আর ও জানানো- তারপর সালনা হাইওয়ে পুলিশ স্থানীয় লোকজন সহ যাত্রী বেশে রিফ্লেক্টিং ভেস্ট খুলে অটোতে করে ছিনতাইকারীর পিছনে ধাওয়া করে, ছিনতাইকারী পুলিশের উপস্থিতি টের পেয়ে মহাসড়কের পার্শ্ববর্তী জংগলে লাফ দেয়।
পুলিশ এবং স্থানীয় জনগণ তার পিছে ধাওয়া করতে করতে এক পর্যায়ে একটা নর্দমার ডোবার মধ্যে সে লুকিয়ে থাকে। ওখান থেকে সালনা হাইওয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে জয়দেবপুর থানা এস আই সাহিনের নিকট তাকে হস্তান্তর করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।