দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –
নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দুর্গাপুর থানার নবাগত ওসি মো. মাহমুদুল হাসান। গতকাল বুধবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মাদক,বালু চুরি রোধ ও সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি মাহমুদুল হাসান বলেন, দুর্গাপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
এছাড়াও মাদক, চোরাচালান ও বালু চুরি দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি থাকবে। পুলিশ সবসময় জনগণের জন্য কাজ করে। মানুষের কল্যাণে আমি ও আমার বাহিনী সর্বদাই নিয়োজিত থাকবো। মতবিনিময়কালে প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সাধারণ সম্পাদক জামাল তালুকদার সহ ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সকল সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।