জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত যশোর জেলার শিক্ষার্থীদের সংগঠন যশোর জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা থেকে অধ্যয়নরত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে সংগঠনের সদস্যরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ইফতার মাহফিলে মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক হাবিব আদনানের সঞ্চালনায় কেন্দ্রীয় যুবদলের সহ-গ্রাম ও সরকার বিষয়ক সম্পাদক মহিউদ্দিন রাজু, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন অপু ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবীরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় সাধারণ সম্পাদক হাবিব আদনান বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংগঠনের ঐক্য ও শক্তিকে আরও সুদৃঢ় করবে। আমাদের লক্ষ্য থাকবে যশোর জেলার সকল শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে ভূমিকা রাখা।” সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, “রমজানের এই পবিত্র মাসে আমাদের এই আয়োজন শুধু ইফতার মাহফিল নয়, এটি যশোর জেলার শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা চাই আমাদের বন্ধন আরও দৃঢ় হোক এবং সকলে মিলেমিশে এগিয়ে যাই।
অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের এই আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের আহ্বান জানান। উপস্থিত শিক্ষার্থীরাও ইফতার মাহফিলে অংশগ্রহণ করে তাদের আনন্দ ও তৃপ্তি প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ভবিষ্যতে আরও সংগঠিত হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।