মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
পাঁচবিবি উপজেলার ৫৬টি মসজিদে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পাঁচবিবি শাখার উদ্দে্যগে ব্যাংকের ডিজিটাল দান বাক্স প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় ইসলামী ব্যাংক শাখা চত্বরে ও মিলনায়তনে দান বাক্স প্রদানের উদ্ধোধন করেন শাখা ব্যাবস্থাপক ছামিউল আলিম সরকার। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট চেম্বার অব কমার্স ইন্ডাঃ সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল, সাবেক উপজেলা চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন পর্যায়ের সুধীজন ও সংশিষ্ট কর্মকর্তা বৃন্দ। ৫৬টি ডিজিটাল দান বাক্স প্রদানের মাধ্যমে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে দান, সদকা অনুদান ডিজিটাল মাধ্যমে সহজভাবে বিস্বস্ততার সাথে প্রদানের ব্যাবস্থা করেন। এই ডিজিটাল দান বাক্সের যে কোন ব্যক্তি নগদ, বিকাশ, রকেট সহ বিভিন্ন এ্যাপস থেকে ডিজিটাল মাধ্যমে দান সাদগাহ্ সহ বিভিন্ন অনুদান প্রদান করতে পারবেন। উল্লেখ্য যে, এই প্রযুক্তির উদ্ভাবন করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ড ও বগুড়া জনপ্রধান শহিদুল্লাহ মজুমদার।