নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার। সভার শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ পালন এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন’ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের জন্য একাধিক কমিটি গঠন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান রনি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আজহারুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও মো. নাঈম হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আফতাব উদ্দিনসহ উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান মজনু, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মো. খোকন আহমেদ ডিলার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. সাদিকুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো. সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, উপজেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুনুর রশিদ ফারুকী, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মহান মুক্তিযুদ্ধের শহিদদের শ্রদ্ধা জানিয়ে ‘২৫ মার্চ গণহত্যা দিবস’ এবং ‘২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উদযাপনের অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনাসভা, শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলনসহ নানা কর্মসূচির আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে ইউএনও ইমদাদুল হক তালুকদার বলেন, “মহান মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগকে স্মরণে রাখতে প্রতিটি কর্মসূচি সুচারুভাবে বাস্তবায়নের জন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে।”