রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়িতে কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি (ক্রিয়া) প্রকল্পের আয়োজনে জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় মঙ্গলবার (১১ মার্চ) সকালে এসকেএস ফাউন্ডেশনের কালিরবাজার ক্রিয়া প্রকল্প কার্যালয়ের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জেন্ডার সমতা ও জলবায়ু জোটের (জিকা) সভাপতি এস.এম ইব্রাহিম আলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তব্য রাখেন, ইএসডিও’র কো-অর্ডিনেটর আবুল হাসেম, ফুলছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু, এসকেএস ফাউন্ডেশনের ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী লাভলী খাতুন, প্রজেক্ট অফিসার সুলতানা বাহার, শিক্ষক রওশন আলী, কাজী সবুজ মিয়া, আব্দুর রাজ্জাক, নারী নেত্রী বিথী বেগম, ইয়ারন বেগম প্রমুখ। পরে নারী ও শিশুর ওপর যৌন নিপীড়ন নিয়ে আমাদের নীরবতা ভাঙ্গার এখনই সময় এই স্লোগানে সবাই সম্মত হয়ে হাতের ছাপ প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে সাইকেল চালানো প্রতিযোগিতা ও উপস্থিত বক্তব্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।