গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধা পৌর শহরের ষ্টেশন রোডের সোহাগ বোডিং নামের একটি আবাসিক হোটেলে তল্লাশী চালিয়ে ২৩ কেজি ৫০০ গ্রাম গাজাসহ মোঃ হানিফ(৩০), ছামিউল হক(৩২), লিমন ইসলাম (২০) ৩ মাদককারবারি ব্যবসায়িকে গ্রেফতার করে। সোমবার ( ১০ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক সাইফুল্লাহ নাঈম।
তিনি জানান রবিবার রাত ১১ টা ২৫ মিনিটের র্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন,মোঃ হানিফ লালমনিরহাট জেলা সদরের খোচাবাড়ী গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে,অপর আরেকজন ছামিউল হক কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পশ্চিম ফুলমতি গ্রামের এনামুল হকের ছেলে ও লিমন ইসলাম একই এলাকার দুলাল মিয়ার ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।