দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ভোলা প্রতিনিধি॥

ভোলার চরফ্যাশনে যুবদল নেতার দাবীকৃত চাঁদা না পেয়ে মিহাদ নামের এক প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে হাজারীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনির বিডিয়ারের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার রাতে শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান বাজারে প্রবাসীকে কুপিয়ে জখমের ঘটনায় দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

যৌথবাহিনীর অভিযান ও স্থানীয়দের তোপের মুখে যুবদল নেতা গ্রামছেড়ে পালিয়ে গেলেও গ্রামজুড়ে উত্তেজনা বিরাজ করছে। যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করে বিপাকে পড়েছেন প্রবাসী ও তার পরিবারের সদস্যরা।  অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় তাদের অব্যহত হুমকিধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা।

এঘটনায় গত ৩ মার্চ রাতে প্রবাসী মিহাদের বাবা মাকসুদুর রহমান বাদী হয়ে যুবদল নেতা মনির বিডিআর, মো. হোসেন ও সুমনসহ এজাহার নামীয় আসামী ৬ জনসহ অজ্ঞাত আরো ৫  জনকে আসামী করে শশীভূষণ থানায় মামলা দায়ের করেছেন। গতকাল শনিবার দুপুরে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসী মো. মিহাদ জানান, তিনি একজন সৌদি আরব প্রবাসী।

সম্প্রতি সময়ে তিনি প্রবাস থেকে দেশে ফিরেন্ এর পর থেকেই যুবদলের সাবেক সাধারন সম্পাদক মনির বিডিআর তাকে নানান ভাবে হয়রানি শুরু করেন। এবং ১ লাখ টাকা চাঁদাদাবী করেন। বিষয়টি তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকে জানালেও কোন সুরাহ হয়নি। এতে ক্ষিপ্ত যুবদল নেতা আরোও বেপরোয়া হয়ে উঠেন। বৃস্পতিবার রাতে তিনি স্থানীয় চেয়ারম্যান বাজারে গেলে ওই যুবদল নেতা মনির বিডিআরের নেতৃত্বে মো. হোসেন ও মো.সুমন তার গতিরোধ করে নির্জন স্থানে আটক করেন। এবং দাবীকৃত চাঁদার টাকা দাবী করেন।

এসময় তাকে চাঁদা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত মনির বিডিআর তার ওপর আর্তকিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন।  খবর পেয়ে তার স্বাজনরা তাকে উদ্ধার করে রাতেই চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরপরই চেয়াম্যান বাজারে উত্তেজনা ছড়িয়ে পরলে স্থানীয়দের তোপের মুখে ওই যুবদল নেতা বাজার ছেড়ে পালিয়ে যান। তিনি আরো অভিযোগ করেন, তাকে কুপিয়ে জখম করেও ক্ষ্যান্ত হননি যুবদল নেতা মনির বিডিআর।

তাকে আসামী করে মামলা দায়েরের খবর ছড়িয়ে পরলে তিনি তাকে এবং তার পরিবারকে ঘায়েল করতে তার দলবল দিয়ে নিজের অফিস ভাঙচুর করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর পায়তারা করেন। যুবদল নেতার অব্যহত হুমকি ধামকিতে নিরাপত্তাহীনতায় রয়েছেন তিনি এবং তার পরিবারের সদস্যরা।

অভিযুক্ত ওই যুবদল নেতাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে তিনি দাবী জানান। ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক মনির বিডিআর গ্রেপ্তারের ভয়ে পালিয়ে থাকায় তার বক্তব্য জানা যায়নি।  তবে হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাছিন বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যুবদল নেতা মনির বিডিআর একজন চাঁদাবাজ চক্রের মুলহোতা।

তিনি ইউনিয়ন জুড়ে চাঁদাবাজী, দস্যুতাসহ নানান অপকর্মে জড়িত। তার খুঁটির জোর কোথায় তা আমি বিএনপির সভাপতি হলেও আমার জানা নাই। শশীভূষণ থানার ওসি তারিক হাসান রাসেল জানান, প্রবাসীকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা পালিয়ে থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version