কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বাজার নিয়ন্ত্রণ বিষয়ক জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে কটিয়াদী উপজেসহ ালা পরিষদের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার(ভূমি)লাবণী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া,কটিয়াদী উপজেলা বিএনপি সভাপতি তোফাজ্জল হোসেন দিলীপ খান,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,বাংলাদেশ জামায়েত ইসলাম কটিয়াদী উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল সহ আরো অনেকে। এসময় বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা,পৌরসভা ও ইউনিয়নের জনপ্রতিনিধি,উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।