জলঢাকা প্রতিনিধি:
নীলফামারী জলঢাকা পৌরশহরে শীত মৌসুমের শেষে বাড়ছে মশার উপদ্রব। গত এক সপ্তাহে মশার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।দিনের বেলায় মশার উপদ্রব কম থাকলেও সন্ধ্যা হলেই বেড়ে যায় মশার উপদ্রব। এ ক্ষেত্রে কোন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না পৌর কতৃপক্ষ। এবিষয়ে পৌর সচেতন মহলরা জানান, প্রতিবছর শীত মৌসুমের শেষের দিকে পৌরশহরে মশার উপদ্রব বেড়ে যায়। গত এক সপ্তাহে ব্যাপকভাবে বেড়েছে মশা।
তাই দ্রুত মশা নিধনের ঔষধ বা স্প্রে দেয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে অনুরোধ করছেন তারা। বাসস্ট্যান্ড দীঘির পাড়ের বাসীন্দা মো: অসিম চৌধুরী বলেন,শীত মৌসুমের শেষের দিকে পৌরশহরে মশার উপদ্রব বাড়ায় খুব সমস্যা পোহাতে হচ্ছে। সন্ধ্যার পর মশার কয়েল না জ্বালালে টেকা দায় হয়ে পড়ে। এছাড়া মশা নিধনে কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। চলতি মাসে মশা নিধনের কার্যক্রম ও দেখা যায়নি।
এবিষয়ে জলঢাকা পৌর প্রশাসক মো: জায়িদ ইমরুল মোজাক্কিন এর সাথে মুঠোফোন কথা হলে তিনি জানান, মশা নিধনের কার্যক্রম চলমান রয়েছে। যে জায়গা থেকে মশার উৎপত্তি সে সমস্ত জায়গায় ফগার মেশিন দিয়ে মশা নিধনের স্প্রে ছিটানো হচ্ছে বলে তিনি জানান।