নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজনকে কারাদণ্ড এবং অপর আরেকজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
দন্ডপ্রাপ্তরা হলেন- আজাহারুল ইসলাম আকাশ (২১) তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. ওবায়দুল হক (২২) নামে অপর আরেকজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রবিবার (২ মার্চ) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এ অভিযানে সহায়তা করেন কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফিরোজ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এই অভিযানের ফলে অবৈধ বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালু থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।