রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। ধর্ষিতা ওই ছাত্রীকে তার বাড়ির পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেত হতে রাতেই গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিমলা থানা প্রশাসন ২ জনকে গ্রেফতার করেন। পরের দিনে এনডিবি বাংলা নিউজ ফেসবুক পেইজ নামে স্কুল শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি ভাইরাল করা হয়।
রবিবার (২ মার্চ) দুপুর ২ টায় ডিমলা উপজেলা শুটিবাড়ি অম্লান চত্তরে ধর্ষণের স্বীকারোক্তি ভাইরাল করার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডিমলা উপজেলার শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র রাশেদুজ্জামান রাশেদ, যুগ্ম আহ্বায়ক শাকিল প্রধান, যুগ্ম সদস্য সচিব জিয়ারুল ইসলাম জিয়া, যুগ্ম সদস্য সচিব জাফর হোসেন জাকির, ডিমলা উপজেলা প্রতিনিধি, আশরাফুল ইসলাম, রাব্বি ইসলাম, নয়ন ইসলাম, মাসুদ ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, সারাদেশে নারী শিশু নির্যাতন বেড়েই চলছে। জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানের সময় নারীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন, অভ্যুত্থানের পর দেখা যাচ্ছে, তাঁরা ঘরে ও রাস্তায় নিরাপদ বোধ করছেন না। রাষ্ট্র তাঁর নিরাপত্তা দিতে পারছে না। শহীদ মিনারে ফুল কুড়াতে গিয়ে একজন শিশুকে ধর্ষণের শিকার হতে হয়েছে। আমাদের ডিমলায় সপ্তম শ্রেণি শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘরে বাইরে নারী নির্যাতন চলছে। নারী তাঁর প্রতিবেশীর দ্বারা ধর্ষণের শিকার হন। বাসে ধর্ষিত হন। কোথাও নারীরা নিরাপদ নন।
এছাড়াও বক্তারা বলেন, ডিমলার দুই ধর্ষণকারীকে গ্রেফতার করার পরে এনডিবি বাংলা নিউজ ফেসবুক পেইজ নামে ভিডিও ভাইরালের নেশায় স্কুল শিক্ষার্থীর ধর্ষণের স্বীকারোক্তি ভাইরাল করেন। এই জঘন্য ঘটনায় তীব্র নিন্দা জানায় এবং যারা ভিডিও ভাইরাল করছে তাদের বিরুদ্ধে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। সাংবাদিকতা নামে অপ-সাংবাদিকতা বন্ধ করতে হবে। ধর্ষণ প্রতিরোধ করার জন্য গণসচেতনতা সৃষ্টির জন্য উপজেলা প্রশাসনকে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।