দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মাভাবিপ্রবি প্রতিনিধি:

পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বর্ণাঢ্য র্যালি, ব্যানার প্রদর্শনী ও ভ্রাতৃত্বময় চিরকুট বিনিময় করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ গেট থেকে র্যালিটি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আব্দুল মান্নান হলের সামনে এসে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীদের হাতে শোভা পায় ইসলামীক ক্যালেন্ডারের প্রতীক চাঁদ ও তারা, সঙ্গে ছিল হৃদয়গ্রাহী বার্তাবাহী প্ল্যাকার্ড।

পুরো আয়োজনজুড়ে ছিল এক উৎসবমুখর পরিবেশ, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় অনুপ্রেরণার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধনকে নতুনভাবে অনুভব করেন। র্যালি শেষে ক্যাফেটেরিয়ার মূল ফটকের দুই পাশে স্থাপন করা হয় দুটি এক্স-ব্যানার— “মাহে রমাদানের পয়গাম” ও “প্রশান্তির আহ্বান”। ব্যানারদ্বয়ে পবিত্র কোরআনের আয়াত, হাদিস ও রমাদানে আহ্বানমূলক বার্তা তুলে ধরা হয়। তবে আয়োজনের সবচেয়ে অনন্য অংশ ছিল পারস্পরিক চিরকুট বিনিময়। পূর্বঘোষণা অনুযায়ী, শিক্ষার্থীরা একে অপরের জন্য রমাদানের অনুপ্রেরণামূলক বার্তা লিখে আনেন এবং পরস্পরের সঙ্গে কোলাকুলি করে সেই চিরকুট বিনিময় করেন।  আয়োজনের অন্যতম উদ্যোক্তা নাজমুল হাসান বলেন, “রমাদানকে প্রোডাক্টিভভাবে কাটানোর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন। আমরা চেয়েছি, রমাদানের বিশেষত্ব যেন সবার হৃদয়ে গভীরভাবে প্রভাব ফেলে। আমাদের ব্যানার ও প্ল্যাকার্ডগুলো গুরুত্বপূর্ণ বার্তাবাহী— যা একজন মানুষের চিন্তার জগতে আলো ছড়াতে পারে। আর চিরকুট বিনিময়ের মাধ্যমে আমরা শুধু ভালোবাসাই ভাগাভাগি করিনি, বরং একে অপরকে রমাদানকে অর্থবহভাবে কাটানোর অনুপ্রেরণাও দিয়েছি।” রমাদানকে ঘিরে এমন ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন এক অনুভূতি সৃষ্টি করেছে, যা তাদের এই মাসকে আরও সুন্দর, তাৎপর্যময় ও প্রোডাক্টিভভাবে কাটাতে উদ্বুদ্ধ করবে বলে শিক্ষার্থীরা আশা করছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version