সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর পৃথক অভিযানে বিভিন্ন সীমান্ত থেকে ১৭ লাখ ২৯ হাজার ৫শত ৫০ টাকার ভারতীয় গরু, পান, সুপারি, চিনি, কয়লা, বিড়ি, ১টি মোটর সাইকেল এবং ১ টি সিএনজি জব্দ করা হয়েছে।
শনিবার (১ মার্চ) ভোরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড়, টেকেরঘাট, চাঁরাগাও, বাঁশতলা, চিনাকান্দি, বাগানাবাড়ী, চাঁনপুর, বনগাঁও ও চিনাউড়া বিওপি কর্তৃক অভিযান চালিয়ে এসব ভারতীয় মালামাল জব্দ করে বিজিবি।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় লাউরগড় বিওপি কর্তৃক ১টি মোটর সাইকেল, ৮৫ বিরা ভারতীয় পান ও ১৬শ পিস ভারতীয় সুপারি জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৯৩ হাজার ৩শ টাকা।
একইদিনে, চাঁরাগাও বিওপি কর্তৃক ৪৫ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৫ হাজার ৮৫০ টাকা। বনগাঁও বিওপি কর্তৃক ৯১০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৯ হাজার ২০০ টাকা। বাঁশতলা বিওপি কর্তৃক ৩টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা।
চিনাকান্দি বিওপি কর্তৃক ১৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা। অপর আরেক অভিযানে ৮ হাজার ৪শ প্যাকেট ভারতীয় বিড়ি এবং ১টি সিএনজি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৫৭ হাজার টাকা।
টেকেরঘাট বিওপি কর্তৃক ১৫০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। বাগানাবাড়ী বিওপি কর্তৃক ১টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯০ হাজার টাকা। চাঁনপুর বিওপি কর্তৃক ৩০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৩৬ হাজার টাকা। চিনাউড়া বিওপি কর্তৃক ৬০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭২ হাজার টাকা। জব্দকৃত এসব পণ্যের সর্বমোট সিজার মূল্য ১৭ লাখ ২৯ হাজার ৫শত ৫০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
তিনি বলেন, আটককৃত ভারতীয় পান, সুপারি, চিনি, গরু, কয়লা, বিড়ি, মোটর সাইকেল ও সিএনজি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।