দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজের অধ্যক্ষের দেয়া নাম্বার থেকে দুই প্রভাষকের কাছে যুগ্ম সচিব পরিচয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবি করায় অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জানা যায়, ২৭ ফেব্রুয়ারী বিকেলে অধ্যক্ষ মোস্তফা কামাল প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদারকে ফোন করে একটি মোবাইল নাম্বার দিয়ে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের জয়েন সেক্রেটারী আপনাকে খোঁজছে। তাড়াতাড়ি আপনি উনাকে ফোন দেন। ওই সময় কলেজের অন্য প্রভাষক মানিক চন্দ্র দেবনাথকেও খোঁজছেন বলে উল্লেখ করেন।

কিছুক্ষন পর অধ্যক্ষের দেয়া নাম্বারে ফোন করলে তিনি নিজেকে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে প্রভাষক মানিক চন্দ্র দেবনাথের কাছে দুই লক্ষ টাকা দাবি করেন। তা নাহলে সমস্যা হবে বলে হুমকী দেন। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় মোবাইলের কথোপকথনটি রের্কট করেন। পরে তিনি বিষয়টি নিয়ে অধ্যক্ষ সহ অজ্ঞাত নাম্বার উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ করেন।

মানিক চন্দ্র দেবনাথ জানান, বিভিন্ন সময়ে কলেজের শিক্ষকদের সাথে অশোভন আচরণ, শারীরিক ভাবে শিক্ষকদের লাঞ্ছিত করা সহ কলেজে ব্যাপক অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ায় অধক্ষ্যের বিরুদ্ধে কলেজের সকল প্রভাষক মিলে গত ২৫ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি অভিযোগ দায়ের করা হয়। সন্দেহ হচ্ছে এর বদলা নিতেই তিনি ওই যুগ্ম সচিবেরর নাটকটি সাজিয়েছেন।

তিনি এঘটনার তীব্র নিন্দা জানিয়ে অধক্ষ্যের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান। এ ব্যাপারে অধ্যক্ষ মোস্তফা কামালের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ময়মনসিংহ আঞ্চলিক অফিস থেকে একটি নাম্বারে ফোন করে ওই নাম্বারটি দেয়া হয়।

এবং নাম্বারটি শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বলে জানানো হয়। পরে আমি ওই নাম্বারে কথা বললে মন্ত্রণালয় থেকে দুই শিক্ষকের নাম্বার চান। পরে আমি দুই শিক্ষককে ওই নাম্বারে কথা বলতে বলি। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান জানান, অভিযোগটি পেয়েছি। যাচাই বাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version