জবি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী জিয়া উদ্দিন বাসিতের জন্মদিন উপলক্ষে বিনামূল্যে মেডিকেল সেবার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে এই ব্যতিক্রমধর্মী আয়োজন করেন তার অনুসারীরা।
এ সময় সাধারন মানুষ, ভর্তিচ্ছু পরীক্ষার্থী এবং অভিভাবকদের বিনামূল্যে প্রাথমিক মেডিকেল চেক-আপ, ডায়াবেটিস নির্ণয়, জরুরি ঔষধ সরবরাহ, স্যালাইন বিতরন ও রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা বিনামূল্যে প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিতে আসা এক শিক্ষার্থী বলেন, আমি অনেক দূর থেকে জার্নি করে এখানে পরিক্ষা দিতে এসেছি। পাশাপাশি তীব্র রৌদ ও অসহ্য গরমে শরীর দুর্বল হয়ে পড়ে।
সেসময় এই মেডিকেল ক্যাম্পটি থেকে ফ্রিতে আমার প্রেশার চ্যাক ও প্রাথমিক ঔষধের ব্যবস্থা করা হয়। আমার মতন অনেক পরীক্ষার্থীই এখান থেকে মেডিকেল সেবা পাচ্ছে। এ প্রসঙ্গে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, মানুষের জীবনে একেকটি জন্মদিন আসা মানেই জীবন থেকে একটি করে বছর চলে যাওয়া। জীবনে যতই বড় হচ্ছি ততই নিজের প্রতি, পরিবারের প্রতি, সমাজের প্রতি এবং দেশের জন্য দায়িত্ব বেড়ে যাচ্ছে।
এই দায়িত্ববোধ থেকেই আজ আমার জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত ও সাধারন মানুষের জন্য বিন্যামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা। কাকতালীয়ভাবে আমার জন্মদিন ও বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরিক্ষা একই দিনে হওয়ায় ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকগনও এই সেবাটির মাধ্যমে উপকৃত হবেন বলে আশা করছি। উল্লেখ্য, কাজী জিয়া উদ্দিন বাসিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু থেকেই তিনি বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন বলে জানা যায়।