জয়পুরহাট:: প্রতিনিধি
জয়পুরহাটে কালাইয়ে ধান বোঝায় একটি ট্রাকের ধাক্কায় নবিউল ইসলাম (৪০) নামের ব্যক্তির লহয়েছে।
নিহত নবিউল ইসলাম কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের পশ্চিম কুজার দিঘী আফাজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নি ণএচচচড়হত নবিউল ইসলাম ইসলাম বগুড়া শ্রম অধিদপ্তরের চাকরি করতেন। তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বগুড়ার উদ্দেশ্যে রওনা হলে মোলামগাড়ি বাজারে একটি ধান বোঝায় ট্রাকের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত নবিউলের একটি ছেলে একটি মেয়ে এবং তার স্ত্রী স্কুল শিক্ষিকা বলে জানা গেছে।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।