রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর রাজবাড়ী মাঠে ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং পতিত স্বৈরাচারের দোসরদের দ্রুত বিচার সহ গণতান্ত্রিক উত্তরণের জন্য নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ করেছে গাজীপুর জেলা বিএনপি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা বাবু গয়েশ্বর চন্দ্র রায়। সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন, সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী।
দুপুরের আগেই গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশ স্হলে আসতে শুরু করেন স্হানীয় বিএনপির নেতা কর্মীরা।সমাবেশ শুরু হওয়ার আগেই সমাবেশ স্হলে হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত হয়ে যান। প্রধান অতিথি (বিএনপির) স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে কেউ দায়বদ্ধ থাকে না।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয়। আমরা ১৭ বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য। এ নির্বাচন এখনো দেয় নি। মাঝখানে জামায়াতে ইসলামী ঢুকে স্থানীয় সরকার নির্বাচন চায়। আমরা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভা নির্বাচনের জন্য আন্দোলন করি নাই।
আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকারের মধ্য দিয়ে একটি সরকার তৈরির জন্য । সেটি এখনো হয়নি। আমরা আন্দোলন করেছি জনগণের ভোটের অধিকার আদায়ের জন্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম।
সমাবেশে আর ও বক্তব্য দেন- গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু, শাহ রিয়াজুল হান্নান, বিএনপি নেতা আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, ইসলাম উদ্দিন, হুমায়ুন কবির মাস্টার, হেলাল উদ্দিন, আক্তারুল আলম মাস্টার, আবু তাহের মুসল্লি, জয়নাল আবেদীন রিজভী, দেওয়ান মোয়াজ্জেম, বিল্লাল হোসেন বেপারী, যুবদলের নেতা আতাউর রহমান মোল্লা প্রমুখ।