রুহুল আমিন ( গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুরের টঙ্গীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর-এর উদ্যোগে দেশব্যাপী খুন, ডাকাতি, ধর্ষণ, চাঁদাবাজি সহ সব অপরাধের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেন।
মিছিলে অংশ গ্রহণ কারীরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধের দ্রুত ও সঠিক বিচার দাবি করেন। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গাজীপুর জেলার সদস্য সচিব মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, নাজমুল ইসলাম সরকার, আকাশ খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে অপরাধের মাত্রা দিন দিন বেড়ে চলেছে, অথচ বিচার প্রক্রিয়া অনেক ক্ষেত্রে বিলম্বিত হয়। আমরা চাই, সব অপরাধের সুষ্ঠু বিচার হোক এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। এই আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চান বলে জানান আয়োজকরা।