(নোয়াখালী- প্রতিনিধি)
নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
আজ রোববার দুপুরে কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি কবিরহাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে কবিরহাট জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেএসডির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল কবির মানিক, নোয়াখালী জেলা জেএসডির সাধারণ সম্পাদক নুর রহমান, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাক মো.আলাউদ্দিন প্রমূখ।
বক্তারা দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, সন্ত্রাস দমন ও জাতীয় সরকারের গঠনের মধ্য দিয়ে দেশের চলমান সংকট সমাধানের দাবি জানান। এ সময় পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে গুম, খুন ও দুর্নীতির কঠোর সমালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ছাড়া তড়িঘড়ি নির্বাচনের মধ্য দিয়ে আর কোনো ব্যক্তি বা দল যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেদিকে সরকার ও জনগণকে সতর্ক দৃষ্টি রাখার আহবান জানানো হয়। সমাবেশে নোয়াখালী- ৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে জেএসডির প্রার্থী হিসেবে দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারীর নাম ঘোষণা করা হয়