রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে ২৩ ফেব্রুয়ারি (রোববার) দুপুর ১২ টার দিকে ঢাকা গুলশান থেকে নিজ গ্রামের বাড়িতে যাওয়ার পথে লুৎফুজ্জামান বাবরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
ভবানীপুর বাজারে গাজীপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন রিজভীর নেতৃত্বে এবং মেম্বার বাড়িতে গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) আলহাজ্ব আবু বকর ছিদ্দিক এর নেতৃত্বে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার, সদর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈম মোল্লা সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। জানা যায়, দীর্ঘ ১৭ বছর পর গ্রামের বাড়ি নেত্রকোনার মদন উপজেলায় যাচ্ছেন বাবর।
নিজ এলাকায় যাওয়ার পথে শতাধিক নেতাকর্মী তাকে শুভেচ্ছা জানানোর অপেক্ষায় ছিলেন। পরে দুপুরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি দীর্ঘ ১৭ বছর কারাভোগের পর মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।