তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাস এর ঘরের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরি হয়। শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানাযায়, মোটরবাইকের মালিক ভৈরবগঞ্জের সুশীল বিশ্বাস এর ছেলে শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের নিজ বাড়ি থেকে তালা ভেঙ্গে গত শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) আনুমানিক রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে সময়ের মধ্যে নীল রঙের সুজুকি জিক্সার মোটরসাইকেলটি চুরেরা নিয়ে যায়।
এঘটনায় শ্রীমঙ্গল থানায় পরদিন সকালে শনিবার অভিযোগ দায়ের করলে, থানা পুলিশ জোর অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চুরির ঘটনার সাথে জড়িত পর্যায়ক্রমে ৩জনকে গ্রেপ্তার করে থানা পুলিশ। মোটরসাইকেলটি চুরেরা বিক্রি করে কামিল আহমেদ নামে সিলেটের জকিগঞ্জে। তথ্য প্রযুক্তি মাধ্যমে তা সনাক্ত করে সিলেট থেকে মোটরসাইকেল জব্দ করে তা উদ্ধার করে ও কামিল আহমেদকে আটক করে।
গ্রেপ্তারকৃত ১জন শ্রীমঙ্গলের শাহীবাগের ওয়াজেদ মিয়ার ছেলে ছালাম মিয়া (২৩)কে গ্রেপ্তার করে। এবং অপরদিকে অভিযান চালিয়ে উপজেলার আশিদ্রোন ইউপি এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোঃ সুমন আহমদকে গ্রেপ্তার করা হয়।
এবিষয়ে রোববার শ্রীমঙ্গল থানা পুলিশ জানান, এই অভিযানে এএসপি আনিসুর রহমান এর পরামর্শে ওসি আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানের সরেজমিন অভিযানে এসআই আব্দুর রহিম সহ পুলিশের অন্যান্য অফিসারদের সহযোগিতায় দীর্ঘ সয়য়ের অভিযানে মোটরসাইকেল সহ জরিত ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি জানায়, আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং বাকি চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। দুপুর আড়াটার দিকে থানা কম্পাউন্ডে চুরির ঘটনার বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ও গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে থানার এস আই মো:মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানস্থ ডলুবাড়ি লাইনে একটি বস্তায় ভর্তি ঘরের ভেতর থেকে শনিবার (২২শে ফেব্রুয়ারি) রাত সোয়া ৯ টার দিকে অভিযান চালিয়ে একজন অপ্রাপ্ত বয়স্ক কিশোরের হেফাজত থেকে ৫ বোতল ভারতীয় মদের বোতল উদ্ধার করা হয়।