দেশ আমাদের,পরিষ্কার করার দায়িত্ব ও আমাদের। আমরা আমাদের দেশ কে কেন ময়লা করবো ? সেজন্য আসুন আমরা সবাই মিলে সচেতন হই। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি, আমাদের দেশ কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা অত কঠিন কোনো কাজ না। এটা শুধু আপনার চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেই যথেষ্ট।
কি, ভাবছেন নাকি, নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার সাথে নিজের চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গির কি সম্পর্ক ? চলুন আপনাদের কে সম্পর্কটা একটু বুঝিয়ে বলি, কোনো কাজ করার পূর্বে আমাদের কে অবশ্যই সৈ কাজটি কে নিয়ে চিন্তা-ভাবনা করতে হয়, এতে কাজটি করার সম্ভবনা কিছুটা বেড়ে যায়।
যখন কাজের বিষয়টি আপনার চিন্তা থেকে বেড়িয়ে মুখে উচ্চারিত হয় তখন কাজটি করার সম্ভবনা অনেক খানি বেড়ে যায়। আর যখন কাজটি আপনার চিন্তা থেকে মুখে, মুখে থেকে হাতে এসে পৌঁছায় তখনই কাজটি বাস্তবায়নে রূপান্তরিত হয়। আর আপনি অবশ্যই নিজের দৃষ্টি দিয়ে দেখতে চাইবেন না, আপনার দেশটি অপরিচ্ছন্ন থাকুক। সেজন্য আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করুণ, আর একটু চিন্তা করুণ।
এতে করে আপনার দেশটি উত্তম বাসযোগ্য হয়ে উঠবে। যা একমাত্র আপনার হাত দিয়েই বাস্তবায়ন করা সম্ভব। দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলা অত্যন্ত জরুরি। যেখানে-সেখানে ময়লা ফেললে মানুষের স্বাস্থ্য ও পরিবেশ উপর বিরূপ প্রভাব পড়ে এবং পানি,বায়ু ও মাটি দূষিত হয়। দেশের কৃষি জমির উর্বরতা কমে যায় অন্যদিকে শহরে সৌন্দর্য নষ্ট হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়।
পরিবেশে নানান ধরনের রোগ-জীবাণু ছড়ায় যা মানুষের স্বাস্থ্যের ঝুঁকি বাড়ায়। সেজন্য আপনার দেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস নিজের ভিতরে গড়ে তুলুন। এবং অন্যকে নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য উদ্বুদ্ধ করুণ।