ইবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ ব্যক্তিগত উদ্যোগে শিক্ষক, শিক্ষার্থী ও কোমলমতি শিশুদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত তিন দিনব্যাপী বইমেলার শেষ দিন রোববার (২৩ ফেব্রুয়ারি) তিনি এই কর্মসূচি পালন করেন।
জানা যায়, আনোয়ার পারভেজ দলের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বইমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং সেখান থেকে বিভিন্ন ধরণের বই সংগ্রহ করেন। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়ায়াকুব আলী এবং প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ অন্যান্য শিক্ষকদের মাঝে বিভিন্ন বই উপহার দেন। এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী ও শিশুদের মাঝেও বই বিতরণ করেন তিনি।
বই বিতরণ কর্মসূচি প্রসঙ্গে শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ বলেন, ‘ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলতে হলে শিক্ষার্থীদেরকেই এগিয়ে আসতে হবে। শিক্ষার্থীরা যাতে অপরাধে জড়িয়ে না পড়ে এবং লেখাপড়ায় মনোযোগী হতে পারে সে লক্ষ্যেই আমার এই ছোট প্রচেষ্টা। আমি বিশ্বাস করি, বইপড়া, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণ প্রজন্মকে অন্যায় ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের পাশে থেকে শিক্ষাবান্ধব কর্মসূচি নিয়ে এগিয়ে আসবে।
তিনি আরও বলেন, ‘ক্যাম্পাসে সক্রিয় বিভিন্ন সামাজিক সংগঠনের কার্যক্রম প্রশংসনীয়। ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের কল্যাণে এবং ভালো উদ্যোগের পাশে থাকবে।’