বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধি:
বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার-২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী শামীম নির্বাচিত হয়েছেন।
রবিবার (২৩শে ফেব্রুয়ারি) দিগন্ত মিলনায়তনে বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়া ইবি শাখার ২০২৫ সালের অনুষ্ঠিত কাউন্সিল সম্মেলনে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রণয়নের কথা বলা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় সভাপতি আবদুল কাইয়ুম ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম, ইবি শাখার সাবেক সভাপতি নুরুল হুদা, আনোয়ার হোসেন ও মাহমুদুল্লাহ।
এছাড়া বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সাব্বির, সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওসমান বিন হাসনাইন সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাজ্জাতুল্লাহ শেখ। সহ সভাপতি সৈয়দ ওসমান বিন হাসনাইন, আসাদুল্লাহ আল গালিব, মুরসালিন, সাইফুল ও আব্দুল মুনতাকিম। যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুল ইসলাম, আহসান হাবীব, জাহিদুল ইসলাম, মুহাইমিন ও তরিকুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, অর্থ সম্পাদক আহমাদ আব্দুল্লাহ, দপ্তর সম্পাদক কামরুজ্জামান, প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, তালীম ও তারবিয়াত সম্পাদক মাহদী হাসান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আবু হামজা, ছাত্রকল্যাণ সম্পাদক সাজিদ মাহমুদ, সহ ছাত্রকল্যাণ সম্পাদক খাইরুল ইসলাম, শরীর চর্চা সম্পাদক ইমরান হোসেন ও শিক্ষা উন্নয়ন সম্পাদক আব্দুল্লাহ হুমাইদী।
নবনির্বাচিত সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘তালাবার সংগ্রাম বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ ৯৬ বছর ধরে মাদ্রাসা শিক্ষা ও দেশের কল্যাণে কাজ করে গেছে এই সংগঠন। আমরাও তার ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাব।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি অর্জনে কাজ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য।আমরা সেই লক্ষ্য অর্জনে সর্বোপরি চেষ্টা করে যাবো । বরাবরের মতো ইসলামী শিক্ষা ও ইবি শিক্ষার্থীদের কল্যাণ কাজ করে যাবো। আল্লাহ আমাদের কামিয়াব করুক।’