জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের এ ইউনিটের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
যশোর জেলার জবি শিক্ষার্থীদের উদ্যোগে গড়ে ওঠা এ সংগঠন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের সার্বক্ষণিক সেবা দিয়ে আসছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে জেলার শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে এই সহায়তা ও সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা হাজারো ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক অনন্য নজির গড়ে তুলেছেন তারা।
জবির প্রধান ফটক থেকে শাখারীবাজার মোড় অব্দি প্রায় অর্ধশতাধিক জেলা সমিতির তথ্য কেন্দ্র রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌছানো, যাতায়াতে সহায়তা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে সমিতিগুলো।
যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি প্রতিবারের ন্যায় এবারও তথ্য সহয়তা কেন্দ্র স্থাপন করেছে। যেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে বিনামূল্যে নিজেদের তত্ত্বাবধানে রাখা হয়।
যশোরের মনিরামপুর থেকে আগত সাবিহা সিমরান নামে ভর্তিচ্ছু এক পরীক্ষার্থী বলেন, ‘জেলা থেকে ভর্তি পরীক্ষা দিতে এসেছি কিন্তু ক্যাম্পাসে পরিচিত কেউ ছিল না ফলে খুব অসহায় হয়ে পড়েছিলাম। জেলা ছাত্রকল্যাণ সমিতির কাছে এসে জানালে তারা আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আমি সকলের কাছে এজন্য কৃতজ্ঞতা জানাই।
যশোর জেলা ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক হাবিব আদনান বলেন, “যশোর থেকে আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছে যশোর জেলা ছাত্র কল্যাণ সমিতি। প্রতিবছরের ন্যায় এবারও আমরা আগত শিক্ষার্থীদের হলে ও মেসে থাকার ব্যবস্থা, কেন্দ্রে নিয়ে যাওয়া, ব্যাগ রাখাসহ যাবতীয় সহযোগিতা করছি।”
সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, “প্রতি বছরের ন্যায় এবারো আমরা ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা কেন্দ্রিক অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা ভর্তি পরীক্ষার্থীদের নানা সেবা দিয়ে যাচ্ছি। ঢাকার রাস্তার জ্যাম সম্পর্কে আমরা সবাই জানি সেজন্য আমরা শিক্ষার্থীদের জন্য আবাসন ব্যবস্থা গ্রহণ করেছি বিশেষ করে ছাত্রীদের আবাসনের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহন করেছি।”