সুনামগঞ্জ প্রতিনিধি::
জনসচেতনতা তৈরি ও স্বেচ্ছায় রক্তদানের উদ্ভদ্ধকরণের লক্ষ্যে রক্তদানের কার্যক্রম সকলের মাঝে ছড়িয়ে দিতে সুনামগঞ্জের ধর্মপাশায় বিনামুল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা কর্মসূচী পালিত হয়েছে। শনিবার ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে ‘সুনামগঞ্জ হেল্পলাইন’র উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এসময় শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আয়োজকরা জানান, একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বন্ধন এই স্লোগান নিয়ে রক্তদানকে উৎসাহিত করতে তাদের এই আয়োজন। তারা বলেন, সহজে রক্ত পাওয়ার জন্য প্রত্যেকের রক্তের গ্রুপ জানা অত্যন্ত জরুরি। নির্দিষ্ট সময় পর প্রত্যেক সুস্থ ব্যক্তির জন্য রক্তদান করা প্রয়োজন, আর এজন্য প্রয়োজন রক্তের গ্রুপ নির্ণয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ হেল্পলাইন’র এডমিন আফজাল হোসেন (ফজল), মডারেটর তরিকুল ইসলাম, বাদশাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ সরকার, ডাক্তার মেহেদী হাসান, হীরা মানিক প্রমূখ।