তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে বেক্সিমকো ঔষধ কো: ডিপোর ১৩ জন সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ৩ ডাকাত ৬৬ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। পুলিশ বলছে এটি একটি রহস্যজনক ঘটনা। শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের বনবিথি এলাকায় সৈয়দ বদরুজ্জামান ভবনে বেক্সিমকো ঔষুধ কোম্পানির ডিপোতে এ ঘটনা ঘটে।
বেক্সিমকো কোম্পানির ডেপুটি ম্যানেজার রেজা মিয়া বলেন, রাতে ডিপোর সেটে আমাদের ৭ জন কর্মচারী কাজ করছিল। হঠাৎ রাত অনুমানিক ৩টার দিকে ৩ জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে বাহিরে থাকা দারোয়ান সহ ১৩ জনকে জিম্মি করে ফেলে।
পরে ডিপোর গেটের তালা ভেঙ্গে তৃতীয় তলায় আমার ঘরের দরজা ভেঙ্গে তাদেরকে আমার রুমে হাত-পা বেঁধে ফেলে দেয়। পরে তারা দ্বিতীয় তলায় অফিসের লোহার লকার ড্রিল মেশিন দিয়ে ভেঙ্গে নগদ ৬৬ লাখ টাকা নিয়ে যায়। এ সময় আমার রুম থেকে আমার স্ত্রীর দেড় ভরি সোনা ও নগদ ১২ হাজার টাকা নিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে।
মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এ কে এম জাহাঙ্গীর হোসেন বলেন তিনজন লোক এত মানুষকে জিম্মি করে এত বড় একটি ঘটনা ঘটিয়েছে। এটা আমাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। তবে এটা আমরা তদন্তের জন্য অভিযান পরিচালনা করবো। তদন্ত মোতাবেক এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।