জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে সুইট বাংলাদেশ, বুদ্ধি প্রতিবন্ধী ও পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে বার্ষিক পিকনিক, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।
সুইট সরিষাবাড়ী ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিনিয়র সহ-সভাপতি আলহাজ আসাদুল্লাহর সভাপতি এসময় বক্তব্য রাখেন সহ-সভাপতি ফজলুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, সহকারী শিক্ষক মন্টু লাল তেওয়ারি প্রমুখ। দিনব্যাপী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিজেদের মতো করে গান, অভিনয়, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে।