সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী লালঘাট এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় ২৩৭ বোতল ভারতীয় মদ ও ৪২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮) বিজিবি। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন এর অধীনস্থ চাঁরাগাও বিওপির টহল দল অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ তাহিরপুর উপজেলার চাঁরাগাও বিওপির নিয়মিত টহল দল কর্তৃক সীমান্ত হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালঘাট নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় মোট ২৩৭ বোতল ভারতীয় মদ ও ৪২ বোতল ভারতীয় বিয়ার জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সর্বোমোট সিজার মূল্য ৩ লাখ ৬৬ হাজার টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জানান, আটককৃত মদ ও বিয়ার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।