উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী পুলিশ তদন্তকেন্দ্র থেকে পুলিশকে জিম্মি করে আসামি ছিনতাই ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। রায়েরবাজার পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ গোলাম কিবরিয়া বাদী হয়ে ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২শ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
এঘটনায় জড়িত উপজেলার চর হোসেনপুর বাজার থেকে মৃত হাবিবুর রহমান মাস্টারের পুত্র মোঃ মোখলেছুর রহমান মানিক (৪৪) ও ধামদী গ্রামের আঃ সালামের পুত্র মোঃ নাঈম ইসলামকে (২২) গ্রেফতার করা হয়। মামলার এজহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারি ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের সন্দিগ্ধ আসামি আঠারবাড়ী ইউনিয়নের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমানকে আটক করার জন্য তদন্তকেন্দ্রের ইনচার্জকে নির্দেশ দেন।
সেই নির্দেশনা অনুযায়ী তদন্তকেন্দ্রের এএসআই লিটন সাংমা, কনস্টেবল মানু মিয়া ও খোরশেদ আলম অভিযান চালিয়ে রায়েরবাজার থেকে আটক করে তদন্তকেন্দ্রে নিয়ে আসে। এখবর ছড়িয়ে পড়লে এলাকার সেলিম মিয়া (৪০), মিরান (২৫) ও জিসানের (২৪) নেতৃত্বে প্রায় দুই শতাধিক লোক তদন্তকেন্দ্র ঘেরাও করে আসামিকে ছিনতাই করে নিয়ে যায়।
এসময় আসামিকে আটকিয়ে রাখার চেষ্টা করলে আসামি কর্তৃক এএসআই লিটন সাংমা, কনস্টেবল মানু মিয়া ও কায়কোবাদ আহত হন। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ওবায়েদুর রহমান জানান, ঘটনার দিন অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলা রুজু সহ গ্রেফতারের জন্য তদন্তকেন্দ্রে ইনচার্জকে নির্দেশ প্রদান করা হয়। দায়েরকৃত মামলায় মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে আটক করে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।