আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হওয়া তারুণ্যের উৎসব-২০২৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানার সভাপতিত্বে উপজেলা পরিষদের হল রুমে বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হকের সঞ্চালনায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান শিপু, জামায়াতে ইসলামীর নেতা এডভোকেট কাজী হুদা, ইসলামী আন্দোলনের আমির মাওলানা আশরাফ আলী, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী প্রমুখ ।
এসময় তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় ।