বিপ্লব হোসেন, ইবি প্রতিনিধ:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব পালন করেছে বিভাগের শিক্ষার্থীরা। রবিবার(১৬ জানুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বরে জাঁকজমকপূর্ণ এ আয়োজন করে তারা।
বিভাগের শিক্ষার্থী নুর আলমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এ উৎসবে শিক্ষার্থীরা ইবির ডায়না চত্ত্বরকে গ্রাম বাংলার ঐতিহ্যে সাজিয়ে তোলে। তারা কবিতাপাঠ ও চিত্রপ্রদর্শনী, নাচ-গান, অভিনয়, আবৃত্তি ও হাতে আলতা-মেহেদী লাগিয়ে অনুষ্ঠানটি প্রানবন্ত করে তোলে ।
বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষার ফাঁকে বন্ধুরাসহ এ উৎসব উপভোগ করেন। উৎসবে প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘চারুকলা একটি শিল্প। শিল্পের কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সব সময় বসন্তের আনন্দের মধ্যে দিয়ে যায়। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক। সবার হৃদয় ফুলের মতো সুন্দর হোক।’