সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সাহিদাবাদ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ৯ বোতল ভারতীয় মদ ও ১ বোতল ভারতীয় বিয়ারসহ মো: জালাল মিয়া (৬০) নামক এক চোরাকারবারিকে আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল কর্তৃক নিয়মিত অভিযান চালিয়ে ভারতীয় মদ ও বিয়ারসহ তাঁকে আটক করে বিজিবি। মো: জালাল মিয়া (৬০) তাহিরপুর উপজেলার সাহিদাবাদ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।
বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ লাউরগড় বিওপির টহল দল কর্তৃক নিয়মিত অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাহিদাবাদ নামক স্থান হতে ০৯ বোতল ভারতীয় মদ এবং ১ বোতল ভারতীয় বিয়ারসহ মো: জালাল মিয়া (৬০) কে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৯ বোতল ভারতীয় মদ ও ১ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে বিজিবি। জব্দ কৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ১৩ হাজার ৭শত ৫০ টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, জব্দকৃত মদ ও বিয়ারসহ আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরধারীসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে।