জলঢাকা প্রতিনিধি: ৫০০ গ্রাম গাঁজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। গতকাল (১২ ফেব্রুয়ারী) টেংগনমারী কাঁচা বাজার থেকে তাদের কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যাক্তিরা হলেন উপজেলার টেংগনমারী বন্দরপাড়া মো: বাবুল হোসেন এর পুত্র রানা হোসেন (৩৫), অপর আরেক ব্যক্তি হলেন লোকমান আলীর পুত্র বেলাল হোসেন (৩৮)।
জলঢাকা থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদ এর ভিত্তিতে উপজেলার থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে তল্লাশি করে টেংগনমারী কাঁচা বাজার থেকে ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক বিক্রয়ের নগদ ৪ শত ৩০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজা অনুমান মূল্য ৫০০০ হাজার টাকা। এবিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন- ২০১৮ এর ৩৬ (১) সারণির ১৯ (ক)/৪১ রুজু করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।