তরিকুল্লাহ আশরাফী,হালুয়াঘাট প্রতিনিধি ঃ হালুয়াঘাট উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এছাড়াও প্রথমবার হালুয়াঘাট পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষনা করা হয়। বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম এনায়েতুল্লাহ কালাম এবং যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার স্বাক্ষরিত ওই কমিটি ঘোষণা করা হয়। উপজেলা কমিটিতে জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুল কে আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবিরকে সদস্য সচিব। এছাড়াও আরফান আলী,সালমান উমর রুবেল, অধ্যাপক আমজাদ আলী, মোঃ আলী আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মোঃ কাজীম উদ্দিন, আঃ হাই, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান, শফিকুর রহমান, সাবজাল হোসেন খান, মোনায়েম হোসেন খান, মোজ্জাম্মেল হোসেন খান, আজিজুল আহসান, সাজ্জাদ হোসেন খান হিরাকে যুগ্ম আহবায়ক করে ১০৩ জনকে সদস্য করা হয়েছে। পৌর কমিটিতে জেলা বিএনপির সদস্য হানিফ মোঃ শাকের উল্লাহ কে আহবায়ক ও আঃ আজিজ খানকে সদস্য সচিব । এছাড়াও আলমগীর আলম বিপ্লব, সুলতান মহিউদ্দিন, হাবিবুল রহমান, হুমায়ুন কবীর, ইসহাক আলী মাস্টার, ডাঃ ইমাম উদ্দিন আহাম্মেদ ইমাম, মনিরুজ্জামান স্বাধীন, শামসুল আলম সামস, সিদ্দিক হোসেন মোল্লা, হামিদুর রহমান, তাজিকুল ইসলাম, আনোয়ার হোসেন, ডাঃ আবুল কাশেম, মুখলেসুর রহমান, দেলোয়ার হোসেন বিপ্লব, মোল্লা মোঃআলী সাবরী মনি, মোঃ মশিউর রহমান, নূরে আক্তার হোসেনকে যুগ্ম আহবায়ক করে ৭২ জনকে সদস্য করা হয়েছে। পরে বৃহস্পতিবার দিবাগত রাতে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়ার পরপরই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন। নবগঠিত উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবির বলেন, বেশ কিছুদিন ধরে কমিটি নিয়ে উপজেলা বিএনপির ও সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আগ্রহ উদ্দীপনা বিরাজ করছিলো। প্রকাশিত কমিটিতে সকল নেতাকর্মীদের প্রত্যাশা পূরণ হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করে তুলবে এই নতুন কমিটি।
আপনি যা যা মিস করেছেন
Add A Comment